দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকালই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। আর সেই মতই এবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে ৭১ হাজারের পথে। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ৭০৭৫৬। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৯৩। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬০৪ জন। এই সময়ে প্রাণ হারিয়েছেন ৮৭ জন।
অন্যদিকে, এখনও পর্যন্ত ২২৪৫৫ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এক্টিভ কেস এই মুহূর্তে ৪৬০০৮। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ২৩৪০১ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ৮৬৮ জন। তারপরেই আছে গুজরাত (৮৫৪১), তামিলনাড়ু (৮০০২), দিল্লী (৭২৩৩), রাজস্থান (৩৯৮৮), মধ্যপ্রদেশ (৩৭৮৫), উত্তরপ্রদেশ (৩৫৭৩), বাংলা (২০৬৩), অন্ধ্রপ্রদেশ (২০১৮), পাঞ্জাব (১৮৭৭), তেলেঙ্গানা (১২৭৫)।