এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে কেন্দ্রের রাজনীতি নিয়ে রীতিমত ক্ষোভপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পরই তিনি জানিয়েছেন, আগামীকাল রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসনকে যে আরও উদ্যোগী হতে হবে, সেই বার্তাই দেবেন তিনি।
বিগত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা নিজেদের জেলায় ফিরেছে। তাই বাংলার গ্রামাঞ্চলের দিকেও নজর দেওয়ার জন্যও মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করবেন বলে জানা গিয়েছে। এছাড়া ভ্যাকশিন প্ল্যান নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। কলকাতার বাইরে দূরের জেলাগুলোতে এখনও প্রবলভাবে ছাপ ফেলেনি করোনা। এই পরিস্থিতিতে আর কোনওমতেই সংক্রমণ ছড়াতে যাতে না পারে, তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেবেন তিনি।
বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি হাসপাতালের পরিকাঠামোও করোনার জন্য সরকার ব্যবহার করবে। এইজন্য সমস্ত বেসরকারি হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মীদেরও এগিয়ে আসার কথা বলেছিলেন তিনি। সেইসময়ই তিনি জানিয়েছিলেন, ‘আগামী দু সপ্তাহ খুব জরুরি। এই সময়টা এমার্জেন্সি। আমাদের ২৪×৭ কাজ করতে হবে।