লকডাউনের মধ্যে দেশের গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে প্রায়শই এগিয়ে আসছেন খেলার দুনিয়ার তারকারা। কখনও সরকারের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তো কখনও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে হাত মিলিছে অভুক্তদের মুখে অন্ন তুলে দিচ্ছেন অনেক ক্রিকেটার এবং ফুটবলারই। তবে এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গরিবদের সাহায্য করলেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ। প্রায় ৭০ কিলোমিটার গাড়ি চালিয়ে নিজের গ্রামে পৌঁছে দুঃস্থদের খাওয়ালেন তিনি।
অত্যন্ত প্রয়োজন ছাড়া লকডাউনে যে কোনও সফরে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু গ্রামের মানুষগুলো অভুক্ত থাকবে, অথচ ভুবনেশ্বরে তিনি হাত গুটিয়ে বসে থাকবেন, এমনটা তো সম্ভব নয়। তাই উড়িষ্যা সরকারের থেকে বিশেষ অনুমতি নিয়ে গোপালপুর যাওয়ার স্পেশ্যাল পাস জোগাড় করে নেন দ্যুতি। ব্যস, তারপর গাড়িতে খাবারের প্যাকেট ভরে সোজা রওনা দেন গ্রামের উদ্দেশে। এমন সঙ্কটের দিনে ঘরের মেয়েকে পাশে পেয়ে আপ্লুত গ্রামবাসী। দ্যুতি বলছেন, ‘লকডাউনে আমার গ্রামের অনেকেই সমস্যায় পড়েছেন। আমি শুধু ওদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করেছি।’
গ্রামের বাড়ি আসার খবর আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। তাই তারকা অ্যাথলিট গ্রামে পা রাখতেই তাঁর বাড়ির সামনে চলে আসেন স্থানীয়রা। সেখানেই তাঁদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন দ্যুতি। এই মহৎ কাজে তাঁর শিক্ষা প্রতিষ্ঠানও তাঁকে সাহায্য করেছেন বলে জানিয়েছেন তিনি। নিজে ৫০ হাজার টাকা খরচ করেছেন এবং খাবার কেনার বাকি অর্থ দিয়েছে প্রতিষ্ঠান। ফেরার সময় বলছিলেন, আবার গ্রামে গিয়ে দুঃস্থদের মুখে অন্ন তুলে দিতে চান তিনি।