গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃদিবস। সেই মাদার্স ডে’তে কিংবদন্তি শচীন তেন্ডুলকর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, খুদে শচীনকে কোলে নিয়ে দাঁড়িয়ে মা রজনী তেন্ডুলকার। বরাবরের মতো মা’কে ধন্যবাদ জানাতে ভোলেননি মাস্টার ব্লাস্টার। তবে এবারের মাতৃ দিবসে তিনি একটু অন্যভাবে, অন্য মায়েদেরও কুর্নিশ জানিয়েছেন। সেইসব মায়েদের কথা তিনি তুলে ধরেছেন, যারা পরিবার ভুলে, সন্তানকে ছেড়ে দিনের পর দিন, রাতের পর রাত করোনা আক্রান্তদের পরিষেবায় নিয়োজিত রয়েছেন।
শচীন বলেছেন, ‘আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক মা তার সন্তানের সঙ্গে দেখাও করতে পারছেন না। আমি সেইসব মায়েদের সেলাম জানাচ্ছি। তাঁরা বর্তমানে দেশের সেবায় নিয়োজিত। সেদিন সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম, একজন মা হাসপাতালে গেটের সামনে দাঁড়িয়ে আছেন। হাউ হাউ করে কাঁদছেন। আর ছোট্ট মেয়েটা বাবার সঙ্গে দূরে বাইকে বসে রয়েছেন। মাকে দেখে দৌড়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তাকে তার বাবা নিরাপত্তার কথা ভেবে আটকে দিচ্ছে। আমি মেয়েটার কষ্ট বুঝতে পারছি। মা ওকে কোলে তুলে নিতে পারছে না কেন তা হয়তো আজ ও বুঝবে না। কিন্তু যেদিন জানতে পারবে ওর মা করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে একজন সৈনিকের ভূমিকায় বহু মানুষের প্রাণ বাঁচিয়ে ছিলো, সেদিন ওই মেয়েটা মায়ের জন্য গর্ব করবে।’
এদিকেজ ভারত অধিনায়ক বিরাট কোহলিও মায়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। তিনি ভক্তদের উদ্দেশ্য লেখেন,‘সবাইকে মাদার্স ডে’র শুভেচ্ছা। মায়েরা আমাদের নিঃশর্তভাবে ভালোবাসেন। আমাদেরও সেরকমই তাঁদের ভালোবাসা উচিত। এটি ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ।’ কোহলির পাশাপাশি ভারতের প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেওয়াগও নিজের মা’কে স্মরণ করতে গিয়ে বলেছেন, ‘ছেলে যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসা কখনো কমে না। মায়ের সঙ্গে আমার সম্পর্ক চিরকালই গভীর। বড় ক্রিকেটার হওয়ার পিছনে আমার মায়ের অবদান কখনও ভোলার নয়।’