লকডাউনে দুর্দশা চরমে উঠেছে পরিযায়ী শ্রমিকদের। এই বার উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগঢ়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার গাড়ির ধাক্কায় পিষে গেলেন শ্রমিক দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁদের সঙ্গে থাকা দুই সন্তান।
লখনউতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন কৃষ্ণ ও প্রমিলা। জানকী পুরম এলাকার একটি বস্তিতে থাকতেন তাঁরা। সাইকেলে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। স্থানীয়রা পুলিশ খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় বাহিনী। খবর পেয়ে শেষকৃত্যের জন্য লখনউ পৌঁছয় মৃতদের পরিবার। কৃষ্ণের দাদা রাজকুমার জানিয়েছেন, ‘লকডাউনে ভাইয়ের কোনও কাজ ছিল না। জমানো সব টাকা খরচ হয়ে গিয়েছিল। সে জন্যই বাধ্য হয়ে বাড়ি ফিরছিল ওরা।’
ডিএসপি পূর্ব সোমান বর্মা মর্মান্তিক দুর্ঘটনার কথা জানিয়ে বলেছেন, ‘ছত্তিশগঢ়ের দুই শ্রমিক কৃষ্ণ ও তাঁর স্ত্রী প্রমিলার মৃত্যু হয়েছে। তাঁদের তিন বছরের ছেলে নিখিল ও চার বছরের মেয়ে চাঁদনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বুধবার রাতে গলফ সিটি থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।