করোনাভাইরাসের আবহে বিশ্ব জুড়ে যখন থমকে ক্রীড়াজগত। তখনই টেস্ট অভিষেকের স্মৃতিতে ডুব দিলেন সৌরভ। ১৯৯৬ সালে লর্ডসে টেস্টে অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অভিষেকেই করেছিলেন বাজিমাত। বুঝিয়েছিলেন, তিনি মহারাজা।
বিসিসিআই প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সে বারের ইংল্যান্ড সফরের ছবি। যাতে দেখা যাচ্ছে সবুজ ঘাসে সোয়েটার পরিহিত সৌরভ বল হাতে দৌড় শুরুর অপেক্ষায়। সঙ্গে লিখেছেন, “স্মৃতি। ১৯৯৬ সালে টেস্ট অভিষেকের আগের দিন লর্ডসে অনুশীলন করছি।”
টেস্ট অভিষেকেই বাজিমাত করেছিলেন সৌরভ। তিন নম্বরে নেমে করেছিলেন ১৩১ রান। ৩০১ বলের ইনিংস সাজিয়েছিলেন ২০টি চারে। তাঁর জন্যই প্রথম ইনিংসে ৪২৯ রান তুলেছিল ভারত। ৮৫ রানের লিডও এসেছিল। ইংল্যান্ড অবশ্য ড্র করেছিল সেই টেস্ট। সেই শুরু, আর ফিরে তাকাতে হয়নি ‘প্রিন্স অফ ক্যালকাটা’কে। পরের টেস্টেও করেন সেঞ্চুরি। ম্যান অফ দ্য সিরিজও হন।