প্রথম ইনিংসে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। ২৩তম সেঞ্চুরি করে সেটা কাটালেন দ্বিতীয় ইনিংসে। তাতে ট্রেন্টব্রিজ টেস্টে চালকের আসনে শক্ত হয়ে বসেছে ভারত। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুই দিন হাতে রেখে ইংল্যান্ডকে ৫২১ রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে ৯ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ২৩ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড , এখনও তাদের দরকার ৪৯৮ রান।
তৃতীয় টেস্টে ৩২৯ রান করা ভারত ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ১৬১ রানে। তারপর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ভারত। দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৩৫২ রানে। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা ইংলিশদের বিশাল টার্গেট দিয়েছে ভারত।
২ উইকেটে ১২৪ রানে সোমবারের খেলা শুরু করে ভারত। ৮ রানে কোহলি আর ৩৩ রানে অপরাজিত ছিলেন চেতেশ্বর পুজারা। ২০৮ বলে ৯ চারে ৭২ রান করে বেন স্টোকসের শিকার হন পুজারা। অজিঙ্কা রাহানের সঙ্গে ৫৭ রানের জুটিতে দলকে তিনশ রানের কাছে নিয়ে যান কোহলি। আগের ইনিংসে তিন অঙ্কের খুব কাছে গিয়ে ফেরা ভারত অধিনায়ক এবার তুলে নেন ২৩তম টেস্ট সেঞ্চুরি। তার দাপুটে ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেননি কোনো ইংলিশ বোলার। ১৯৭ বলে ১০৩ রানের ইনিংস সেরা পারফরম্যান্স করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তারপর হার্দিক পান্ডিয়ার ৫২ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে সাড়ে তিনশ’র কোটা ছাড়িয়ে যায় ভারত। মোহাম্মদ সামি ৩ রানে আদিল রশিদের তৃতীয় শিকার হওয়ার তিন বল পর ইনিংস ঘোষণা করে ভারত। ৩ উইকেট নিয়ে এই ইনিংসে ইংল্যান্ডের সফল বোলার রশিদ। ২টি পেয়েছেন স্টোকস।
ভারতের ছুড়ে দেওয়া কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দিনের শেষটা নিরাপদে পার করেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক ৯ ও কিটন জেনিংস ১৩ রানে অপরাজিত আছেন।