রাজ্য এবং রাজ্যপাল সঙ্ঘাত যেন কিছুতেই থামার নয়। এই করোনা আবহেও বারবার রাজ্যের নানা সিদ্ধান্তে মুখ খুলে বিতর্কের সৃষ্টি করছেন জগদীপ ধনকর। প্রতিদিন সকালে উঠেই কোনও না কোনও বিষয় নিয়ে রাজ্য তথা মুখ্যমন্ত্রীকে তোপ দাগা যেন নিয়ম করেই ফেলেছেন তিনি। এবং তা রীতিমতো চাঁচাছোলা ভাষায়। এই পরিস্থিতিতে এবার রাজ্যপালকে একহাত নিলেন তৃণমূলের দুই সাংসদ। বুধবার টুইটারে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বুধবার টুইটারে রাজ্যের রেশন বন্টন নিয়ে সরব হয়েছিলেন ধনকর। রাজ্যের আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ করছেন না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রও যে রাজ্যে রেশন পাঠাচ্ছে সে কথা স্মরণ করিয়ে দিতেও ভোলেননি তিনি। এ নিয়েই রাজ্যপালকে কটাক্ষ করেন ডেরেক। টুইটারে তৃণমুলের প্রধান জাতীয় মুখপাত্র বলেন, ‘চা কফি খেয়ে বিজেপির প্রাক্তন সাংসদ বাংলার সবচেয়ে বড় বাংলোয় বসে রাজ্যের বিরুদ্ধে শুধু টুইট করেন। তা করুন। ওনার সুস্থতা কামনা করি।’ ডেরেকের পাশাপাশি সরব হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘যতদিন করোনা পরিস্থিতি চলবে ওনার মন্তব্যের কোন জবাব দেব না। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে উনি রাজভবনেই আটকে থাকুন।’