অবশেষে স্বস্তির নিঃশ্বাস। ম্যারাথন যাত্রার পর স্পেনে পৌঁছলেন ভিকুনা-মারিয়োরা বুধবার সকালে ভারতীয় সময় সাড়ে বারোটায় আমস্টারডাম থেকে ছাড়ে বেইতিয়াদের মাদ্রিদের ফ্লাইট। স্পেনের রাজধানীতে পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোহনবাগান- ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ফুটবলাররা। স্পেনে ফিরতই ভিকুনাকে পুলিশের প্রশ্ন, কেন ফিরলেন?
ভিকুনা বলছেন, “থার্মাল চেকের পরেই রীতিমতো পুলিশের জেরার মুখে পড়লাম। কোন দেশ থেকে আমরা আসছি? এই প্রতিকূল পরিস্থিতিতে কেন স্পেনে ফিরলাম? কারও কোনও শারীরিক সমস্যা আছে কি না? ঘণ্টাখানেক পরে মুক্তি পেলাম”।
ভিকুনা আরও জানাচ্ছেন, ” কলকাতা ছেড়েছিলাম গত রবিবার সকাল দশটায়। পামপ্লোনায় আমার বাড়িতে পৌঁছলাম বুধবার সন্ধে ছ’টায়। এই অভিজ্ঞতা কখনও ভুলব না। একটাই আক্ষেপ, স্ত্রীর সঙ্গে দেখা হল না। ও এখন পোলান্ডে নিভৃতবাসে। আমাকেও এখন গৃহবন্দি থাকতে হবে”।
সন্ধের মধ্যেই বাড়ি ঢুকে যান ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেডও। ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাড়ি ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই প্রধানের স্প্যানিশ কোচ-ফুটবলররা। কোলাডোরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছনোয় নিশ্চিন্ত কলকাতায় থাকা দুই প্রধানের কর্তারাও।