বিগত ২ মাসে ভারতে ক্রমশই ছড়িয়ে পড়ছে মারণ করোনা ভাইরাস। আর রাজ্যগুলির মধ্যে বর্তমানে গুজরাতের অবস্থা ভয়াবহ। ইতিমধ্যেই গুজরাতে আক্রান্তের সংখ্যা ছ’হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩১৯ জনের। আর এই পরিস্থিতির জন্যে ফেব্রুয়ারির শেষে অহমদাবাদে অনুষ্ঠিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানকেই কাঠগড়ায় তুলেছে গুজরাট প্রদেশ কংগ্রেস।
এদিন গুজরাত প্রদেশ কংগ্রেসের অভিযোগ এনেছে যে, ২৪ ফেব্রুয়ারির নমস্তে ট্রাম্প থেকেই রাজ্যে সংক্রমণ। নমস্তে ট্রাম্পে হাজির ছিলেন কয়েক হাজার বিদেশি’। সেখান থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলেই অভিযোগ কংগ্রেসের। আর এই পরিস্থিতিতে বিষয়টি খতিয়ে দেখার জন্যে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিও জানিয়েছে তাঁরা। শুধু তাই নয়, সিট চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হবে বলেও ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছে কংগ্রেস।
যদিও কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এই অভিযোগকে ভিত্তিহীন বলছে তাঁরা। বিজেপির যুক্তি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে অতিমারি হিসেবে ঘোষণার অনেক আগেই ওই অনুষ্ঠান হয়েছিল এবং ওই অনুষ্ঠানের প্রায় এক মাস পরে রাজ্যে প্রথম করোনা সংক্রমণের ঘটনা সামনে আসে। তবে অতিমারির আকার ধারন না করলেও করোনার প্রকোপ সেইসময় ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছিল। সেই নিয়েই অভিযোগ করেছে কংগ্রেস।