পরিস্থিতি ঠিকমতো চললে এতদিনে কলকাতা পুরসভায় ভোটগ্রহণ হয়ে যেত। কিন্তু লকডাউনের জেরে এখন সবাই বাতিল হয়ে গিয়েছে। এদিকে আগামীকালই শেষ হচ্ছে কলকাতার পুরবোর্ডের মেয়াদ। কিন্তু ভোট না হওয়ায় কলকাতায় প্রশাসক বসানোর বিষয়টি একপ্রকার নিশ্চিতই ছিল। আর আজ রাজ্য সরকার জানিয়ে দিল, আগামী শুক্রবার থেকে কলকাতা পুরসভার কাজ পরিচালনা করবে ১৪ জনের প্রশাসনিক বোর্ড। এই বোর্ডের মাথায় থাকবেন পুরমন্ত্রী তথা বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।
এদিন বাংলার প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওই বোর্ডের বাকি সদস্য হিসেবে থাকবেন বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবব্রত মজুমদার, দেবাশীষ কুমার, মনজর ইকবাল, শামসুজ্জামান আনসারি, তারক সিং, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, স্বপন সমাদ্দার, আমিরুদ্দিন, রত্না দে, রাম পেয়ারি রাম, অভিজিৎ মুখোপাধ্যায় এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।
এই অভূতপূর্ব পরিস্থিতিতে জরুরি এবং সাধারণ নাগরিক পরিষেবাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা এখন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। বছরের অন্য সময়ের সঙ্গে এই মুহূর্তের পুর প্রশাসনের কাজের কোনও তুলনাই চলে না। পর্যবেক্ষকদের মতে, যাঁদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে তাঁদের দীর্ঘদিনের কর্পোরেশন রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। অনেকেই বিদায়ী বোর্ডে মেয়র পারিষদও ছিলেন। এমনিতে, কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে প্রশাসক বসালে তার দায়িত্ব দেওয়া হয় কোনও সরকারি আমলাকেই। কিন্তু কলকাতার ক্ষেত্রে তা হল না।
মার্চের মাঝামাঝি সময়ে রাজ্য নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছিল পুর ভোট নিয়ে। ওই সময় থেকেই করোনা সতর্কতায় পদক্ষেপ শুরু হয় দেশজুড়ে। সেই সময়ে রাজ্য নির্বাচন কমিশন ১৫ এপ্রিল পর্যন্ত পুর ভোট স্থগিত করে দেয়। কিন্তু তারপর পরিস্থিতি আরও জটিল হয়েছে। আর বর্তমানে বাংলা তথা সারা দেশের যা পরিস্থিতি, তাতে কবে ভোট হবে তা নিশ্চিত করে বলা কারও পক্ষেই সম্ভব নয়।