লকডাউন জারি থাকলেও বাংলায় ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন আক্রান্ত হয়েছেন ১১২ জন। এদিন নবান্ন থেকে এমনটাই জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকাল অবধি এই রাজ্যে ১৩৪৪ জন আক্রান্ত ছিলেন। ফলে আজ মোট করোনা আক্রান্তের সংখ্যা বাংলায় বেড়ে দাঁড়াল ১৪৫৬। করোনার কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গেছেন আরও ৪ জন। কাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৬৮। ফলে এই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৭২।
করোনা নিরাময়ের তথ্যও দিয়েছেন তিনি। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন এক জন। ফলে মোট ২৬৫ জন রোগী সেরে উঠেছেন আজ পর্যন্ত। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ ১০৪৭ জন। এদিন স্বরাষ্ট্র সচিব নিশ্চিত করেন, এই মুহূর্তে ৬৭টি কোভিড হাসপাতাল রয়েছে রাজ্যে। সেগুলিতে মোট ৮০৩৬টি বেড প্রস্তুত রয়েছে। ৮৬০টা আইসিইউ রয়েছে এইসব হাসপাতালে। মোট ২৭১টি ভেন্টিলেটর রয়েছে। তবে আজ পর্যন্ত মাত্র ৩০টি ক্ষেত্রে ভেন্টিলেশন পদ্ধতি কাজে লেগেছে।
এছাড়াও আলাপনবাবু জানান, এখনও অবধি ৩০ হাজার ১৪১টি নমুনা টেস্ট হয়েছে এই রাজ্যে। তিনি বলেন, আজ থেকে এক মাস আগে এই রাজ্যে টেস্টের সংখ্যা ছিল দিনে গড়ে ২৫০টি করে। এখন সেটা বেড়ে পেরিয়েছে ২০০০। শীঘ্রই সংখ্যাটা আড়াই হাজার ছাড়িয়ে যাবে। একটি ল্যাবেরটরি দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, সেই ল্যাবরেটরির সংখ্যা এখন ১৫। এর মধ্যে ১০টা সরকারি ও ৫টা বেসরকারি হাসপাতাল। এরপর তিনি আরও জানান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজ , মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য ল্যাবগুলি কাজ করছে। আরও ১০টি সরকারি ল্যাব-সহ মোট ১২টি পরীক্ষাগারের অনুমতি চাওয়া হয়েছে আইসিএমআর-এর কাছে।