করোনার জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। আরসি দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ সব ধরনের খেলাধূলা। মরশুমের মাঝপথেই থমকে গেছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি- সহ ইউরোপের সমস্ত দেশের প্রথম সারির ফুটবল। তবে ক্রমশ সব দেশই বন্ধ হওয়া লিগ চালু করার দিকে জোর দিচ্ছে। ইতিমধ্যেই জার্মানিতে অনুশীলন শুরু হয়েছে। ইতালিতেও ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে। এমনকি জুভেন্তাসে ফিরে এসেছেন রোনাল্ডোও। এবার সেই পথ অনুসরণ করে একই সিদ্ধান্ত গ্রহণ করল করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ইউরোপের আরেক দেশ স্পেন। অনুশীলনের ছাড়পত্র পেলেন লিওনেল মেসি, সের্জিও র্যামোসরা।
গত মঙ্গলবার স্পেনের লকডাউন শিথিল করার কথা ঘোষণা করেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ। একইসঙ্গে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতিও দেন তিনি। তারপরই লা লিগা কর্তৃপক্ষ ফুটবলারদের অনুশীলনে ফেরার ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়। যদিও অনুশীলনের ক্ষেত্রেও কয়েকটি ধাপ মেনে চলতে হবে ফুটবলারদের। টানা এক সপ্তাহ ব্যক্তিগত অনুশীলনের পর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সব কিছু পর্যালোচনা করার পরইে লিগ চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।