গার্ডেনরিচ, প্রগতি ময়দানের পর এবার করোনার থাবা পড়ল মধ্য কলকাতার বউবাজার থানায়। আক্রান্ত হলেন ওই থানার কর্তব্যরত ওসি। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই তাঁর মধ্যে জ্বর এবং সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যায়। অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে রিপোর্টে কোভিড পজেটিভ ধরা পড়ে। এরপরেই বৌবাজার থানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যদিও ওই পুলিশ আধিকারিকের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তার খোঁজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি কিভাবে আক্রান্ত হলেন তা জানার চেষ্টা চলছে। আপাতত কয়েকজন পুলিশকর্মীকে শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সূত্রের খবর তাঁর বাড়ি, পার্শ্ববর্তী এলাকা এবং থানা স্যানিটাইজ করতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা বলেন, ‘ওই ওসির করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত আট জন করোনা আক্রান্ত হয়েছেন। থানা-ট্রাফিক গার্ডগুলিতে নিয়মিত জীবাণুমুক্ত করার প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, এদিকে করোনার কবলে জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট ও এক কনস্টেবল। তাঁদর ইতিমধ্যে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে আবার জোড়াবাগান থানার এক সাব-ইন্সপেক্টরও সংক্রমিত হয়েছেন। যদিও তিনজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। এদের সংস্পর্শে আসা সাতজন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।