লকডাউনের মধ্যেই সম্প্রতি একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নিয়েছিলেন ভারতের জাতীয় দলের বর্তমান ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বর্তমান ও প্রাক্তন এই দুই স্পিনারের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভারতীয় ক্রিকেটের অন্দরে নানা গল্প রয়েছে। নিন্দুকেরা বলেন, হরভজন নাকি অশ্বিনের সাফল্যকে ঈর্ষা করেন। আসলে হরভজনের টেস্ট কেরিয়ার থমকে গিয়েছিল অশ্বিনের উত্থানের কারণেই।
প্রসঙ্গত, ২০১৬ সালের পর থেকে ভাজ্জি আর জাতীয় দলের জার্সি গায়ে কোনও ম্যাচ খেলেননি। ২০১৫ সালে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ভাজ্জি বলেন, ‘অনেকে বলে আমি নাকি নানা কারণে তোমাকে ঈর্ষা করি। ওরা যা খুশি বলতে পারে। আমি তো আর জোর করে ওদের মুখ বন্ধ করতে পারবো না। তবে জোর গলায় একটা কথা বলে দিতে চাই, এই মুহূর্তে যারা খেলছে, তাঁদের মধ্যে তুমিই বিশ্বের সেরা অফ স্পিনার।’
এখানেই না থেমে ভাজ্জি আরও বলেন যে, ‘আমার এই বক্তব্য অনেকের পছন্দ নাও হতে পারে। তারা হয়তো বলবে, নাথান লিয়ঁকে ছেড়ে আমি কেন তোমায় বেছে নিলাম। হ্যাঁ, লিয়ঁও অনেক বড় স্পিনার। আমি ওকে তোমার ঠিক কাছাকাছি রাখবো। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অফ স্পিনার হিসেবে নাথান লিয়ঁ যেভাবে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে তা মোটেও সহজ নয়। তবে সার্বিক বিচারে তোমাকেই এগিয়ে রাখব।’
সেই লাইভ চ্যাটে অশ্বিনকে হরভজন বলেন, ‘এখনো অনেক বছর ভারতীয় দলের তোমাকে দরকার। আশা করব, তুমি এভাবেই উইকেট নিয়ে দলকে সাফল্য এনে দেবে। আমি বিশ্বাস করি, খুব শীঘ্রই তুমি আমার টেস্টের রেকর্ড ভেঙে দেবে। তার জন্য আগাম শুভেচ্ছা রইল।’ উল্লেখ্য, হরভজন সিং দীর্ঘদিন ভারতীয় দলকে সার্ভিস দিয়েছেন। অফ স্পিনার হিসেবে দেশের মাটিতে তাঁর সাফল্য ছিল ঈর্ষণীয়। ১০৩টি টেস্ট ম্যাচ খেলে ৪১৭ উইকেট পেয়েছেন ভাজ্জি। ২৩৬টি একদিনের ম্যাচে তাঁর শিকার ২৬৯ জন ব্যাটসম্যান।