শুরু হচ্ছে তৃতীয় দফার লকডাউন। আর এই তৃতীয় দফায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার মধ্যে অন্যতম, তিন জোনের কোনটিতেই সন্ধ্যে সাতটার পর বাড়ির বাইরে বার হওয়া যাবে না।
কেন্দ্রের নয়া নির্দেশিকায় রাজ্যগুলিকে জানানো হয়েছে, সন্ধে সাতটার পর পরের দিন সকাল সাতটা পর্যন্ত কেউ যাতে অকারণে বাড়ির বাইরে না থাকে তা সুনিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ জারি করতে হবে। প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী কারফিউ জারি করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়।
জরুরি প্রয়োজন ছাড়া কোনও এলাকাতেই সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। নতুন লকডাউনে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনে বেশ কিছু ছাড় দিলেও সন্ধে সাতটার পর বাড়ির বাইরে থাকা নিয়ে কড়াকড়ি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
শুক্রবার প্রকাশিত কেন্দ্রের বিজ্ঞপ্তিতে রাজ্যগুলিকে এ বিষয়ে কড়া হতে নির্দেশ দেওয়া হয়েছে।