প্রায় সমস্ত বাঙালির ছোটবেলা নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়। ফেলুদা, গুপী বাঘা এদের সঙ্গে বড় হয়ে ওঠা। বড় হয়েও যে নেশা কাটেনা। সত্যজিৎ রায় এমনই জাদুকর ছিলেন। আজ সেই জাদুকরের ১০০তম জন্মদিন। অথচ লকডাউনের জেরে খা খা কর ছে বিশপ লেফ্রয় রোডের বাড়ি।
তাঁর জন্মদিনে বাড়িতে বহু লোক আসেন। ভিড় করেন, তাঁর সঙ্গে কাজ করেছেন যাঁরা, তাঁর ভক্তরা, এই দিনে সত্যজিৎ বাবুর বাড়ি তাঁদের অবারিত দ্বার। পথের পাঁচালীর পরিচালককে শুভেচ্ছা জানাতে হাজির হন তাঁর গুণমুগ্ধরা। ১০০ বছরের জন্মদিনে অনেক পরিকল্পনা ছিল। বড় করে সেলিব্রেশন প্ল্যান করা হয়েছিল। লকডাউনের জেরে সবই ভেস্তে গিয়েছে। তবে গৃহবন্দি থাকাকালীন সত্যজিতের পরিবার খুঁজে পেয়েছে তাঁর বহু পুরনো ছবি, নেগেটিভ- যা নিয়ে পড়ে প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে তাঁদের।
রাস্তাঘাট ফাঁকা। ফাঁকা বিশপ লেফ্রয় রোড। যেখানে আজকের দিনে বসতো চাঁদের হাট। আজ একাকী সেই বিখ্যাত রায়বাড়ি । সেখানে জন্মদিন পালন হচ্ছে আজ, তবে ছোট করে। সত্যজিৎ আজ আমাদের মধ্যে থাকুন আর না-ই থাকুন, পথের পাঁচালী, প্রতিদ্বন্দ্বী, গুপিগাইন বাঘাবাইন, সোনার কেল্লা-র স্রষ্টা চিরকাল থেকে যাবে বাঙালির মননে।