তিনি নেই, তবে তিনি সারাজীবন বেঁচে রয়েছেন তাঁর সৃষ্টির মাধ্যমে। গোটা বিশ্বের কাছে বাংলা সিনেমাকে সমাদৃত করিছিলেন তিনি। হ্যাঁ, আজ ২ মে সেই মহারাজা সত্যজিতৎ রায়ের জন্মদিন। যাঁর সিনেমা আজও দেখলে মন থেকে একটাই কথা বের হয়, সেটা হল ‘মহারাজা! তোমারে সেলাম।’
শনিবার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। হ্যাঁ, দেখতে দেখতে ১০০ বছর পার। তবে তাঁর পরিচিতি শুধু পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি নির্দেশনার পাশাপাশি ছিলেন দক্ষ লেখক, প্রচ্ছদকার, সঙ্গীত নিয়েও ছিল অসামান্য জ্ঞান। আজ তাঁর জন্মশতবর্ষ গোটা দেশ বাড়িতে বসেই উৎযাপনে মেতেছেন। এই বিশেষ দিনে কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিবসে তাঁকে স্বশ্রদ্ধ প্রণাম জানাই। মহারাজা তোমারে সেলাম।’
বর্তমানে করোনার জেরে সকলেই প্রায় গৃহবন্দী। এই অবস্থায় এখন বাঙালিরা ডুবেছে নস্টালজিয়ার সাগরে। কেউ পড়ছেন বই, কেউ দেখছেন সিনেমা। আর সবেতেই রয়েছে সত্যজিৎ রায়ের অস্তিত্ব। হ্যাঁ, হয়তো জন্মশতবর্ষ বাইরে বেরিয়ে অনুষ্ঠান করে পালন হচ্ছে না ঠিকই। কিন্তু বাঙালি আজও তাঁকে আঁকড়ে ধরে প্রতিদিন বাঁচে, এটাই তো একজন বিখ্যাত মানুষের আসল প্রাপ্তি।