স্কুল জীবনে তিনি ছিলেন চুনী গোস্বামীর সিনিয়র। ফুটবলার হিসাবে ধীরে ধীরে এলাকায় তাঁর নামডাক শুরু হয়েছে। সেইসময় ক্রিকেটার চুনী গোস্বামীকে আবিষ্কার করেছিলেন তিনিই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, স্কুল ক্রিকেটে চুনী গোস্বামীর হাতেখড়ি হয়েছিল বাংলার তথা দেশের প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর অধিনায়কত্বেই।
সালটা ১৯৪৫। তীর্থপতি ইনস্টিটিউশনের ক্রিকেট টিমে তখন অধিনায়কত্ব করতেন বুদ্ধদেব গুহ। ম্যাচের দিন ক্রিকেট দলে একজন সদস্য কম পড়ায় চুনী গোস্বামীকে সেইসময় দলে নেন বুদ্ধদেব গুহ। তখন চুটিয়ে ফুটবল খেলতেন চুনী গোস্বামী। তাঁকে ক্রিকেট দলে নেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। স্কুল টিমে প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দেন চুনী গোস্বামী। ব্যাট হাতে সেদিন ৪২ রান করেন তিনি। বোলিংয়েও দুরন্ত নজর কেড়েছিলেন তিনি। বল হাতে ৪ উইকেট নেন তিনি।
সেই চুনী গোস্বামীর প্রয়াণেই শোকস্তব্ধ সাহিত্যিক তথা তাঁর একসময়ের ক্যাপ্টেন বুদ্ধদেব গুহ। তিনি বলেন, ‘স্কুল ক্রিকেটে তখন ৪২ রান করা মোটেই সহজ কাজ ছিল না। আমি স্পিন বোলিং-এ বিশ্বাস করতাম না। বিপক্ষ দলের উইকেট পড়ছিল না। চুনী নিজে এসে আমাকে বলল ও বোলিং করবে। লেগ স্পিন করে চার উইকেট নেয় চুনী। সেই থেকে আমার স্পিন বোলিংয়ে বিশ্বাস শুরু। আরও কত স্মৃতি আমার মনে পড়ছে। শুধুই ফুটবল বা ক্রিকে নয়, তার সঙ্গে ও খুব ভালো টেনিসও খেলত। সমস্ত খেলাতেই ও সমান পারদর্শী ছিল।’