কিছুটা স্বস্তি পেতে চলেছেন বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিক, পড়ুয়া এবং পর্যটকরা। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পড়ুয়া, পর্যটকরা নিজেদের রাজ্যে ফিরতে পারবেন। এজন্য দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রীয়শাসিত অঞ্চলকে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। যে রাজ্যে শ্রমিক, পড়ুয়া বা পর্যটকরা আটকে পড়েছেন এবং যে রাজ্যে তাঁরা যাবেন, সেই দুই প্রশাসনকে আলোচনা করতে হবে।
বেশ কিছু নিয়মেরও উল্লেখ করা হয়েছে সেই নির্দেশিকায়। তাতে লেখা হয়েছে:
লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, পড়ুয়া এবং অন্যান্য অনেকে ভিন রাজ্যে আটকে পড়েছেন। নিম্নের শর্তগুলো পূরণে তাঁরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ফিরতে পারবেন।
১। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।
২।যাঁরা যাতায়াত করবেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং শারীরিকভাবে সুস্থ হলেই অনুমতি মিলবে।
৩। যদি কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে চায়, সেক্ষেত্রে দুই রাজ্যকেই আলোচনা করতে হবে এবং এই ব্যাপারে সম্মত হতে হবে।
৪। আটকে পড়াদের নিজেদের রাজ্যে ফেরানোর জন্য বাসের ব্যবস্থা করা হবে। আর তার আগে সেই বাসটিকে ভালভাবে স্যানিটাইজ করতে হবে। পাশাপাশি বাসে বসার ক্ষেত্রেও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে।
৫। গন্তব্যে পৌঁছানোর পর প্রত্যেকের স্বাস্থ্যপরীক্ষা করা হবে এবং বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সময়ের মধ্যে তাঁদের বেশ কয়েকবার স্বাস্থ্যপরীক্ষা করা হবে। এছাড়া প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে।
৬। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে মাঝের রাজ্যগুলো সেই বাসগুলো যাতায়াতের অনুমতি দেবে।