গোটা দেশে লকডাউন কবে উঠবে, তা নিশ্চিত করে কেউই জানে না। তবে লকডাউন উঠে যাওয়ার পর মেট্রো রেলের ভিড় ঠেকাতে কী কী ব্যবস্থা করা যায়, সেই বিষয়ে এখন থেকেই চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। করোনা সংক্রমণ এড়াতে মেট্রোয় টোকেন ব্যবস্থা উঠে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। স্পর্শ এড়িয়ে মেট্রো রেলের টিকিট ইস্যু করার জন্য স্মার্ট কার্ড চালু করতে পারে মেট্রো কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার দেশে চলতে থাকা দীর্ঘ লকডাউন নিয়ে একটি রিভিউ মিটিং করে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। সেখানেই মেট্রো রেল চালু করার বিষয়ে নতুন করে কথাবার্তা শুরু হয় বলে জানা গিয়েছে। তারপরেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশ এলে মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে।
পরবর্তীকালে মেট্রোয় সফর করার সময় সামাজিক দূরত্ব বিধি মানতেই হবে বলে জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। দু-জন যাত্রীর মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া নিয়ম মেনে লাইন করে ভেতরে ঢোকা, ভিড় নিয়ন্ত্রণ করা এবং স্ক্রিনিং বাধ্যতামূলক ভাবে সব মেট্রো স্টেশনে চলবে। টিকিটকে স্পর্শহীন করতে স্মার্ট কার্ড চালু করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে মেট্রো রেলের এক সিনিয়র আধিকারিক।