বাংলায় ঠিকভাবে লকডাউন কার্যকর হচ্ছে না, মৃত্যুর তথ্য গোপন করা হচ্ছে, রেশনের চাল চুরি হচ্ছে- কোনওরকম তথ্য প্রমাণ ছাড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে এহেন একাধিক অভিযোগ করেই গেছে বিজেপি। এই পরিস্থিতিতে এবার বিজেপির বিরুদ্ধে কার্যত ফুঁসে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘লেবু কচলালে তেতো হয়। লেবুর রস খান, ওতে ভিটামিন সি আছে’।
বুধবার টিকিয়াপাড়া ঘটনা নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়েছে তার বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, ‘বাংলাকে ধ্বংস করবেন না। তৈরি করুন। একটা থানায় একটা ঘটনা ঘটলে বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ধার করে দিচ্ছে। টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে তুলকালাম করছে। একটা ঘটনা নিয়ে ইচ্ছে করে এটা করছে, শকুনের মতো বসে ছিল, এটা নিয়ে দেশ উত্তাল করে দিচ্ছে।’
তারপরই বিজেপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘পথে নামুন, রাস্তা ঝাট দিন, হাসপাতালে যান, পরিস্কার করুন, রোগীদের পাশে দাঁড়ান। তাহলেই বুঝব, আপনাদের কত দম আছে। আমরা যখন কাজ করে বাড়ি ফিরি, তখন লেবু কচলাতে কচলাতে তেতো কথা শুনেছি। লেবুর রস খান, ওটাতে ভিটামিন সি আছে। আমাদের অর্থনৈতিক টাস্ক ফোর্স ১,৫২,০০০ কোটি টাকার প্যাকেজ দিচ্ছে। ওঁরা কাজ করছে। নিচুতলায় কিছু ভুল হতে পারে। এখন ক্ষমা করে দিন।’
পাশাপাশি তিনি আরও জানান, ‘টিকিয়াপাড়ায় ঘটনা খারাপ হয়েছে। কঠোর পদক্ষেপ নিতে বলেছি।আমরা জাতি-ধর্ম দেখি না। অন্যায় করেছে শাস্তি পাবেই। অন্যায়ের কোনও জাত নেই। সেটাকে নিয়ে এত হইহুল্লোড় করা হল। কত লোক মারা গিয়েছেন দিল্লীতে, প্যান্ডোরার বক্স খুলে দেব আমি। খবর করার সময় মাথায় রাখতে হবে সবটা। এইসময় আমি কোনও রাজনীতি করব না। আপনারাও কথা দিন রাজনীতি করবেন না।