উত্তরপ্রদেশ সরকার আগেই রাজস্থানের কোটায় আটকে থাকা পড়ুয়াদের ফিরিয়ে এনেছে। এবার সেখানে আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে উদ্যোগী হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের যে ফিরিয়ে আনা হবে সে কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। বুধবার রাজস্থানের উদ্দেশ্যে বাসও পাঠিয়ে দিয়েছেন তিনি। আজ সন্ধ্যা থেকেই পড়ুয়াদের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘ইতিমধ্যেই রাজস্থানের কোটায় আটকে থাকা বাংলার পড়ুয়াদের ফেরাতে বাস পাঠিয়ে দিয়েছে সরকার। আজ সন্ধ্যায় রাজস্থান থেকে ছাড়বে বাসগুলি। ওখানে ২৫০০ থেকে ৩০০০ পড়ুয়া আটকে রয়েছেন। রাজস্থান থেকে এখানে সমস্ত পড়ুয়াদের ফেরাতে আমাদের তিন দিন সময় লাগবে।’
এর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যের একাধিক জায়গায় লকডাউন কিছুটা শিথিল করার বিষয়ে পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, গ্রীন জোনে খোলা থাকবে পাড়ার ছোট দোকান। এর মধ্যে পড়ছে বই, রং, হার্ডওয়ার ,লন্ড্রী, মোবাইল চার্জিং এর দোকান, বৈদ্যুতিক সামগ্রী দোকান। পাড়ার কমপ্লেক্স বাদে একক দোকান খোলা সোমবার থেকে।