সব মৃত্যুই শোকের তবে কিছু মৃত্যু মানুষকে কেমন যেন নিশ্চুপ করিয়ে দেয়৷ ঠিক তেমনই আজ ইরফান খানের চলে যাওয়া৷ গোটা ভারতবর্ষকে বিষণ্ণ করে দিয়ে চলে গেলেন দেশের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান! বলিউডের অভিনয়ের ধারাকে অন্য খাতে বইতে সাহায্য করেছিলেন এই অভিনেতা। আর তার অভিনয় যে প্রতিটি মানুষের মননে, তা প্রমাণ করছে আবারো। মানুষটার নিথর হয়ে যাওয়া হয়তো মানতে পারছেন না কেউই। তার মৃত্যুতে শোক স্তব্ধ বলি থেকে টলিউড৷ শোক প্রকাশ করেছেন, গৌতম ঘোষ, অপর্ণা সেন প্রমূখ৷
মঙ্গলবার বিকেলে কোলনের সংক্রমণে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন ইরফান, বুধবার সকালে সেখানেই প্রয়াত হন তিনি।
মাত্র চার দিন আগেই, জয়পুরে শনিবার সকালে প্রয়াত হন ইরফান খানের মা, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। লকডাউনের কারণে মুম্বাই থেকে মায়ের কাছে শেষ দেখা দেখতেও যেতে পারেননি এই অভিনেতা। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই তাঁর প্রয়াত মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। আর আজ তার চিরবিদায়।
ইরফান খানের পরিবার একটি বিবৃতিতে জানিয়েছে, “তাঁর ভালোবাসা, তাঁর পরিবার যার প্রতি তার সবচেয়ে যত্ন ছিল, সব ছেড়ে তিনি স্বর্গের উদ্দেশে রওনা দিয়েছেন, সত্যিই তিনি নিজের ছাপ রেখে গেছেন। আমরা সকলেই প্রার্থনা করি এবং আশা করি যে তিনি শান্তিতে থাকবেন।”
মৃত্যুর সঙ্গে লড়াই করতে গিয়ে কখনও মুহূর্তের জন্য দুর্বল হননি তিনি। ইরফান সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন , ‘‘নমস্কার ভাই-বোনেরা। আমি ইরফান। আপনাদের সঙ্গে একপ্রকার রয়েছি আবার নেইও! ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, যেভাবে ভালবেসে ছবিটা তৈরি করেছি, ঠিক সেভাবেই এর প্রচার করতে চেয়েছিলাম। কিন্তু আমার শরীরে কিছু অযাচিত অতিথি এসে বাসা বেঁধেছে, তাদের সঙ্গেই আপাতত কথাবার্তা চলছে। দেখি কী হয়! যাই হোক না কেন, আপনাদের জানাব। তবে আপনারা আমার জন্য অপেক্ষা করবেন”।
ইরফান অনুরাগীরা এবার যে অপেক্ষাটি করবেন তা অন্তহীন। এই অন্তহীন অপেক্ষার ওপারের দুনিয়াতেই তিনি আছেন৷ যেখানেই থাকুন, ভালো থাকুন।