করোনা আক্রান্ত হওয়ায় দেখা করতে পারবেন না বাড়ির লোকেরাও। এই অবস্থায় রোগীদের মানসিক জোর ধরে রাখতে ভার্চুয়াল ভিজিটিং আওয়ার চালু করল এমআর বাঙুল হাসপাতালে। প্রথম সরকারি হাসপাতাল হিসেবে এই পরিষেবা চালু হল এমআর বাঙুর হাসপাতালে।
প্রতিদিন বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সব করোনা রোগীকে বাড়ির লোকের সঙ্গে ভিডিয়ো কল করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য দিন কয়েক আগে রাজ্যের স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকা জারি করে জানায় যে আইসোলেশন ওয়ার্ডে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। বহাল থাকবে সেই ব্যবস্থাই। শুধু ভিজিটিং আওয়ারে মোবাইল ব্যবহার হবে।
প্রতিদিন ভিজিটিং আওয়ার চলাকালীন ডাক্তার বা নার্সদের স্মার্টফোনের মাধ্যমে পরিবারের লোকেদের সঙ্গে ভিডিয়ো কল করতে পারবেন করোনা আক্রান্তরা। বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারলে, তাঁদের দেখতে পারলে মনের জোর করোনা আক্রান্তরা ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বেসরকারি হাসপাতাল সল্টলেক আমরিতে এই পরিষেবা গত সপ্তাহেই শুরু হয়েছে। শিগগিরই আইসোলেশন ওয়ার্ডে ট্যাব রাখার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।