করোনার জেরে ইতিমধ্যে স্থগিত এই বছরের অলিম্পিক্স।কিন্তু আগামী বছরেও কি তা হবে? আশ্বাস তো মিলছেই না, বরং চিকিৎসক এবং জাপানের মেডিক্যাল অ্যাসোসিয়েশন যে ইঙ্গিত দিচ্ছে, তাতে পরের বছরেও না বাতিল ঘোষণা করতে হয় অলিম্পিক্স!
মঙ্গলবার জাপান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইয়োশিতাকে ইকোকুরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত ক্ষণ পর্যন্ত না করোনার প্রতিষেধক আবিষ্কৃত হচ্ছে, তার আগে জোর দিয়ে বলার উপায় নেই যে, এক বছর পরে নির্ধারিত তারিখেই আয়োজিত হবে অলিম্পিক্স।
সতর্কবার্তা শোনার পরে অস্বস্তি বেড়ে গিয়েছে অলিম্পিক্স আয়োজক কমিটির চেয়ারম্যান ইয়োশিরো মোরির। এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আগামী বছরেও যদি অলিম্পিক্স আয়োজিত না হয়, তবে তাকে তো ২০২২ সালে নিয়ে যাওয়া যাবে না। ফলে অলিম্পিক্স বাতিল ঘোষণা করে দিতে হবে। অতীতে এমন তো হয়েছে। আর এখন আমাদের সকলকে লড়াই করতে হচ্ছে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে।”