বর্তমানে গোটা বিশ্বেই ভয়াবহ আকার ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। গত ডিসেম্বরে চিনের ইউহানে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত তা ২১০ টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন ৩০ লক্ষের বেশি। মারা গিয়েছেন দু’লক্ষের বেশি মানুষ। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশে অতিমহামারীর ফলে অনেকের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে, তারা শুরুতেই অন্যান্য দেশকে এই করোনা ভাইরাসের কথা জানায়নি। মহামারীর কথা গোপন করে গিয়েছে। যদি তা না করত, তাহলে এত মানুষ মরত না। তথ্য গোপন করার জন্য জার্মানি ইতিমধ্যে চীনের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে আমেরিকা। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এই প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি চীনের থেকে জার্মানির চেয়েও বেশি অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে চান। জার্মানি চীনের কাছে ১৩ হাজার কোটি ইউরো অর্থাৎ ১ হাজার ৭৪ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ চেয়েছে। ট্রাম্প বলেন, ‘জার্মানি ক্ষতিপূরণ চাইছে। আমরাও এই একই দাবি পেশ করছি। তবে আমরা চীনের কাছে জার্মানির চেয়ে বেশি পরিমাণে ক্ষতিপূরণ চাইব। তবে কি পরিমাণে অর্থ চাইব, তা এখনও চূড়ান্ত হয়নি।’