দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪৩৫। সারা দেশের মতই সংক্রমণ বাড়ছে এ রাজ্যেও। তবে, অন্যান্য রাজ্যের তুলনায় তা খুবই কম। রাজ্যে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভের সংখ্যা ৫০৪। মৃতের সংখ্যা বাড়েনি। অর্থাৎ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০।
সোমবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যে করোনা-মুক্ত হয়েছেন ১০৯ জন। অর্থাৎ আক্রান্তের তা ১৮ শতাংশ। যা দেশের মধ্যে নজির। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১২০৪৩ জনের। সেইসঙ্গেই তাঁর সংযোজন, ‘সারা ভারতের কোভিড হাসপাতালে ৭.৫ শতাংশই রয়েছে বাংলায়। গোটা দেশের অনুপাত ২ শতাংশের মতো।’
তিনি জানান, রাজ্যে এখনও পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ বাড়িতে সার্ভে করা হয়েছে। তবে, আশার খবর হচ্ছে বাংলায় ৯ দিনে করোনা রোগী দ্বিগুণ হচ্ছে। এটাও দেশের মধ্যে ভালো নজির। মুখ্যসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলার ৮ জেলায় করোনা সংক্রমণ নেই। রাজ্যের মোট ১৪টি ল্যাবে করোনার পরীক্ষা করা হচ্ছে। রাজ্যে আইসোলেশন বেডও উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১৮৬২৯ জন, হাসপাতালে এখনও পর্যন্ত আইসোলেশনে ৩৮৮৮, বর্তমানে সেই সংখ্যাটা ২৫২। বর্তমানে কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি।