নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাতিল করেছিলেন তাঁর চীন সফর। চীনা সরকারের তরফে কোনও নিশ্চয়তা না দেওয়ায় ২২ জুনের সফর বাতিল করতে বাধ্য হয়েছিল রাজ্য। কিন্তু সেই সময় সে কথা মানেনি বেজিং। শেষ মুহূর্তেও মমতার সফরের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছিল তারা। ঘটনার মাসখানেক পর মমতার সফর বাতিলের দায় স্বীকার করল চীনা সরকার। নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছে তারা। ভুলের খেসারত হিসাবে খুব শীঘ্রই বাংলার মুখ্যমন্ত্রীকে তাদের দেশে আমন্ত্রণ জানাতে চলেছে চীন সরকার। ইতিমধ্যেই চীন দূতাবাসের পক্ষ থেকে নবান্নে যোগাযোগ করা হয়েছে। কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানিয়েছেন চীনের কনসাল জেনারেল মা ঝানোউ।
মুখ্যমন্ত্রীর চীন সফর বাতিলের পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন চীনা কনসাল জেনারেল। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে প্রশ্নবাণের মুখে প্রতে হয় তাঁকে। তার উত্তরে ঝানোউ জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচীর কারণে কাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন তা ঠিক না হওয়াতেই সফর বাতিল করতে হয়।
এই ভুলের আর পুনরাবৃত্তি চায় না বেজিং। ঝানোউ বলেন, ‘চীন সরকার আন্তরিকভাবে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চীনে আসুন এবং আমাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক করুন’। এই ব্যাপারে কাজও শুরু করে দিয়েছে দুই পক্ষ। জানা গেছে, জুলাইয়ে কলকাতার চীনা দূতাবাসের আধিকারিকেরা নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে গিয়েছিলেন। রাজ্য সরকারের কর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে। দুপক্ষই সফর সূচী তৈরির কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই যাতে মুখ্যমন্ত্রীর চীন সফর বাস্তবায়িত হয় তারই চেষ্টা চালাচ্ছে বেজিং।