দেশের করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি হাতের বাইরে চলে না গেলেও দুশ্চিন্তা রয়েছে হটস্পটগুলি নিয়ে। ওই সব এলাকায় এখনও সংক্রমণের হার বাড়ছে। তাই ৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পরেও হটস্পটগুলিতে লকডাউন জারি থাকবে বলে মুখ্যমন্ত্রীদের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিনের ভিডিও বৈঠকে মেঘালয়, মিজোরাম, পুদুচেরি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িসা, বিহার, দুজরাট ও হরিয়ানার মুখ্যমন্ত্রীরাই বক্তব্য পেশ করেছেন। কেরালার হয়ে প্রতিনিধিত্ব করেছেন মুখ্যসচিব। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সেখানে মেঘালয় এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ৩ তারিখের পরেও লকডাউন চালিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন বলে সূত্রের খবর৷
লকডাউনের জেরে বেহাল দেশের অর্থনীতি। বিভিন্ন সমীক্ষাতেও তা উঠে এসেছে। তবে, দেশের আর্থিক অবস্থা মোটামুটি ভাল জায়গায় রয়েছে বলে মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। একই সঙ্গে ৩ মে-র পরের পরিকল্পনা ছকে রাখার কথাও বলেছেন নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, ‘লকডাউনকে আরও দৃঢ় করতে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলিকে যৌথ ভাবে হাতেহাত মিলিয়ে কাজ করতে হবে৷ কারণ, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনে কাজ হচ্ছে৷’ একই সঙ্গে লকডাউন থেকে ধীরে ধীরে বেরনোর এগজিট প্ল্যানেও ফোকাস করা হয়েছে বৈঠকে৷ ৩ মে-র পরে কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে৷