লকডাউনে পরিবহণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। এতদিন সরকার কোনো উদ্যোগ না নেওয়ায়, এবার দেশের নানা প্রান্তে যারা আটকে পড়েছেন, তাঁদের ঘরে ফেরানোর দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে। শুধু রাজ্য সরকারগুলি নয়, স্থানীয় সাংসদরাও দেশের নানা প্রান্তে আটকদের ঘরে ফেরাতে কেন্দ্রকে ক্রমশঃ চাপ দিচ্ছেন। এই পরিস্থিতিতে বিশেষ ট্রেন চালিয়ে এদের ঘরে ফেরানো হতে পারে বলে খবর মিলেছে।
তবে এই বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও নির্দেশ আসেনি বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রক সবুজ সংকেত দিলে হটস্পট নয়, এমন এলাকাগুলিতে এই বিশেষ ট্রেন চালানো হতে পারে। এই ট্রেনে সফর সম্পূর্ণ নিখরচায় হবে বলে মনে করা হচ্ছে। এরকম কোনও বিশেষ ট্রেন চালানো হলে তা নির্দিষ্ট স্টেশন থেকে ছাড়বে এবং নির্দিষ্ট স্টেশনেই গিয়ে থামবে। মাঝে কোনও স্টেশনে এই ট্রেন থামবে না বলে জানা গিয়েছে।