ভারতীয় টিমে ফেরার জন্য মুখিয়ে আছেন ভুবনেশ্বর কুমার। নিজের চোট সারিয়ে আবার ফিরছেন তিনি৷ বলেওছেন, ‘আমি এখন সম্পূর্ণ ফিট। আবার বোলিং রান আপে নামার জন্য তৈরি।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে শেষবার খেলেছিলেন ভারতের হয়ে। তার পর কুচকির চোটের জন্য নিউ জিল্যান্ড সফর থেকে বাদ পড়েন। অস্ত্রোপচারের পর জাতীয় অ্যাকাডেমিতেই রিহ্যাবে ছিলেন তিনি।
শুক্রবারই ইন্সটাগ্রামে সানরাইজ হায়দরাবাদের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে লাইভ চ্যাটের সময় ভুবি বলেছেন, “চোট সারিয়ে ফিরেই চেনা ছন্দে বল করা সহজ হয় না। একটু সময় লাগে মানিয়ে নিতে। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটে এখন প্রচুর প্রতিভা। টিমে আবার জায়গা করে নেওয়াটাও কঠিন কাজ”।
করোনার জন্য এখন আর সবার মতো বাড়িতেই রয়েছেন ভুবি। বলেছেন, ‘আমি সর্বক্ষণ এক জায়গা থেকে আর জায়গায় ট্রাভেল করি। ট্রেনিং কিংবা ম্যাচ খেলি। আমার পক্ষে বাড়িতে থাকা কঠিন”।