করোনার বিরুদ্ধে লড়াই এখন প্রশাসনের মূল ভর কেন্দ্র। তাই গণস্বাস্থ্য ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। সরকার অনেক জায়গা থেকে অভিযোগ পাচ্ছে যে অনেক হাসপাতাল সাধারণ রোগীকেও ফিরিয়ে দিচ্ছে। তাঁদের করোনা হয়নি, এমন সার্টিফিকেট আনলে তবে ভর্তি করা হবে বলে শর্ত দিচ্ছে। সেই নিয়েই উদ্বিগ্ন প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, এমন ভাবে চলা যাবে না। রোগী এলে তাদের দেখতেই হবে।
হাসপাতালগুলিকে মুখ্যসচিবের স্পষ্ট নির্দেশ, কোনও রোগীকে ফেরানো যাবে না। তার প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আর যদি রেফার করা হয়, তাহলে অ্যাম্বুলেন্স দিতে হবে। হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া অন্যায়। প্রসঙ্গত, রাজ্যে এখনও করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৫। এখনও পর্যন্ত ১৮ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এছাড়া ৩৯ জন পজিটিভ হলেও তাঁদের মৃত্যু হয়েছে অন্য কারণে। শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
এছাড়াও অনেকেই অভিযোগ তুলেছিলেন যে করোনা আইসোলেশন ওয়ার্ডগুলিতে মৃতদেহ পড়ে থাকছে দীর্ঘক্ষণ। সেই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেছেন, দ্রুত ওয়ার্ড থেকে মৃতদেহ সরাতে হবে। যেভাব খুশি ফেলে রাখা যাবে না।