কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় করোনা সন্দেহে ভর্তি রোগীর নাম ঠিকানা টুইটে প্রকাশ করায় বিড়ম্বনায় পড়েছেন সেই যুবক। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঠাঁই হচ্ছে না নিজের এলাকায়। এই পরিস্থিতিতে ওই যুবকের পাশে দাঁড়ালেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। টুইট করে সেই তথ্য জানিয়েছেন তিনি। বিঁধেছেন মন্ত্রীকেও।
করোনা সন্দেহে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি থাকাকালীন সেখানকার একটি ভিডিও তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আসানসোলের এক বাসিন্দা। নিমেষে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এমনকী, তাঁর সেই ভিডিওকে হাতিয়ার করে রাজ্য সরকারকে কোনঠাসা করতে উঠেপড়ে লাগে বিজেপিও। ভিডিওটি রিটুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। যিনি সেই ভিডিওটি তুলেছিলেন, তাঁর নাম-পরিচয় প্রকাশও করে দেন কেন্দ্রীয় মন্ত্রী। করোনার রিপোর্ট নেগেটিভ হলেও এতেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই যুবক। কলকাতায় যে বাড়িতে থাকেতন তিনি, সেখানে ঠাঁই হয়নি। কোনওক্রমে আসানসোলে এসে পৌঁছন। সেখানে একাধিক সমস্যার মুখে পড়তে হয় তাঁকে।
গোটা বিষয়টি জানার পর শুক্রবার ওই যুবকের সঙ্গে দেখা করেন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রীর কারণে ওই যুবকের এই পরিণতি সত্ত্বেও কেন তিনি কোনও পদক্ষেপ নিলেন না তা নিয়ে কটাক্ষ করেছেন। টুইটে সাংসদকে আক্রমণ শানিয়েছেন মেয়র।