ভারতীয় রাজনীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীকে পিতামহ ভীষ্ম বলা হয়, তাঁর পরিশীলিত মন্তব্য, সুস্থ চিন্তা, রুচিশীল ব্যবহার এবং সংযমী জীবনযাপনের জন্য। এই স্মিতভাষী সুবক্তাই একবার রেগে গিয়েছিলেন সোনিয়া গান্ধীর ওপর। ২০০৩ সালে সংসদে তাঁর সরকারের সমালোচনার জন্য সোনিয়া যে শব্দ প্রয়োগ করেছিলেন সংসদে দাঁড়িয়েই তাঁকে চরম কটাক্ষ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সোনিয়া বলেছিলেন, বিজেপি সরকার মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বিজেপি নেতৃত্বাধীন সরকার অক্ষম, অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন এবং দুর্নীতিগ্রস্ত। ক্ষুব্ধ অটলবিহারী বাজপেয়ী পাল্টা বলেন, ‘রাজনীতির ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করছে তাদের মধ্যে মতবিরোধ হবেই। কিন্তু তাদের মূল্যায়নের জন্য আপনার এই ভাষা? ভিন্নমত জানানোর এটা কোনও পদ্ধতি? ভাষণ দেখে মনে হয় অভিধান থেকে বেছে বেছে শব্দ বসানো হয়েছে।’ নিজের ভাষণে তিনি বলেন, ভারতে বিরোধিদের সমালোচনা করার জন্য এই ধরণের ভাষা প্রয়োগের ঐতিহ্য নেই। সংসদে বহুবার বিরোধিদের তুমুল সমালোচনা করেছেন অটলবিহারী বাজপেয়ী। তবে তাঁর ভাষার মাত্রাজ্ঞান প্রশংসিত হয়েছে সর্বত্র।
