দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এবার সংক্রমণের হার এক লম্বা লাফ দিল। একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের নিরিখে ফের নয়া রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাতে একলাফে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৩০৭৭-এ। আর দেশে এখন মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১৭,৬১০। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন। তাতে এখনও পর্যন্ত মোট মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ৭১৮-তে। তবে স্বস্তির বিষয় হল আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থও হযে উঠছেন অনেকেই। এখনও অবধি সংক্রমণ সারিয়ে ৪৭৪৯ জনের সুস্থ হয়ে ওঠার খবর মিলেছে।
করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের অবস্থা উদ্বেগজনক। এক দিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন। রাজ্যে সংক্রামিতের সংখ্যা ছুঁতে চলেছে সাড়ে ছ’হাজারের কাছাকাছি। রাজ্যের অন্যতম শহর মুম্বই রীতিমতো বিপদের দোরগোড়ায়। বৃহস্পতিবারে শুধুমাত্র মুম্বইতেই নতুন করের ৫২২ জন আক্রান্ত হওয়ার খবর এসেছে। এখনও পর্যন্ত শুধু মুম্বইতেই মৃত্যু হয়েছে ১৬৭ জনের। মহারাষ্ট্রের পরে সঙ্কটময় পরিস্থিতি গুজরাটে। সেখানে আক্রান্তের সংখ্যা ২৬২৪ জন। মৃত্যু হয়েছে ১১২ জনের। সংক্রমণের নিরিখে গুজরাটের পরেই রয়েছে রাজধানী দিল্লী। সেখানেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও অবধি দিল্লিতে ভাইরাস সংক্রামিত ২৩৭৬ জন। মধ্যপ্রদেশের পরিস্থিতিও জটিল। রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৬৯৯ জন।