এই দুঃসময়ে মানুষের সেবায় নিজেদের জীবন বাজি রাখছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের উপর আক্রমণ রুখতে নরেন্দ্র মোদী সরকারের আনীত অর্ডিনেন্সে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অতএব অর্ডিনেন্সটি আইনে রূপান্তরিত হল। এই আইনের ফলে স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ গ্রেফতার যোগ্য ও জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। নতুন এই আইনের ফলে দোষী ব্যক্তির সাত বছর পর্যন্ত কারাবাস হতে পারে।
এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করে বলেন, ”মহামারী আইনের সংশোধনী অর্ডিনেন্স ২০২০, সমস্ত স্বাস্থ্যকর্মী যারা সামনের সারিতে দাঁড়িয়ে কোভিড–১৯ এর সঙ্গে লড়াই করছেন তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ। এটি (অর্ডিনেন্স) আমাদের পেশাদারদের নিরাপত্তা নিশ্চিত করবে।”
স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনও ব্যক্তি যদি কোনও স্বাস্থ্যকর্মীর কাজে সমস্যা সৃষ্টি করে অথবা কোভিড–১৯ সংক্রমণে মৃত স্বাস্থ্যকর্মীর অন্ত্যোষ্টি ক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তার বা তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, চিকিৎসা কর্মীরা যেহেতু সংক্রামিত ব্যক্তিদের কাছাকাছি থাকেন ফলে তাঁদের কাছ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় একধিক জায়গায় তাঁদের ওপর আক্রমণ করা হচ্ছিল। গাড়ি ভাঙচুর থেকে শারীরিক নিগ্রহ ও হেনস্থার মুখোমুখি হচ্ছিলেন স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকরা। তাদেরকে রক্ষা করতেই এই নতুন আইন প্রনয়ন করা হল।