দেশজুড়ে করেনা মহামারীর সংকটের সময়েও বিজেপি সাম্প্রদায়িকতার ভাইরাস ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের মাথায় থাকা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এমনই পক্ষপাতের অভিযোগ আনলেন কংগ্রসের অন্তর্বর্তিকালীন সভাপতি সোনিয়া গান্ধী।
বৃহস্পতিবার দিল্লীর দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি জরুরি বৈঠক ছিল। সেই বৈঠকেই দেশজুড়ে বেড়ে চলা করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সোনিয়া। সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি যে পরীক্ষা, ট্রেসিং এবং আইসোলেশনের বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে, এ দেশে পরীক্ষার সংখ্যা এখনও অনেক কম।’
তাঁর অভিযোগ, এই মারণ ভাইরাস রুখতে কংগ্রেস যে পরামর্শগুলি দিয়েছিল আগেই, তার অধিকাংশই মেনে চলা হয়নি। লকডাউন ও তার প্রয়োগ নিয়ে সরকার যথেষ্ট মমত্ববোধ ও তত্পরতাও দেখাতে পারেনি বলে মন্তব্য করেন সোনিয়া। এবং শুধু তাই নয়, এই ক্ষেত্রে বিজেপি সাম্প্রদায়িক পক্ষপাতের পরিচয় দিয়েছে বলেও দাবি করেন সোনিয়া।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরিকল্পনাহীন লকডাউনের প্রভাব দেশের জন্য কতটা জরুরি ও বিপজ্জনক হয়ে উঠতে পারে তা ব্যাখ্যা করতে গিয়ে ওই বৈঠকে তিনি আরও বলেন, ‘লকডাউনের প্রথম পর্যায়ে ১২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। অর্থনৈতিক কাজকর্ম এভাবে বন্ধ থাকলে অবস্থা আরও শোচনীয় হবে আগামীতে।’
বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেন, ‘লকডাউনের সাফল্য শেষ পর্যন্ত আমাদের করোনা মোকাবিলা করার দক্ষতার উপরে বিচার করা উচিত। মহামারীর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সহযোগিতা।’