দ্ব্যার্থহীন ভাষায় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি, দেশে উদ্বেগজনক ভাবে ছড়াচ্ছে করোনা। রোধ করা যায়নি সংক্রমণের গতি এবং পরিধি। উঠে এল দেশের কর্মসংস্থানের দুরবস্থার কথাও।
এদিন কংগ্রসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সোনিয়া দেশের শ্রমিকদের অবস্থা বিষয়ে মুখ খোলেন। বলেন, ‘লকডাউনের প্রথম ধাক্কাতেই কাজ হারিয়েছেন অন্তত ১২ কোটি মানুষ। অর্থনীতি থমকে থাকলে এই তালিকাটা আরও বড় হবে।’ সোনিয়ার মতে, ‘সরকারের উচিত এই দু্র্দিনে প্রতিটি অনগ্রসর পরিবারকে সরাসরি সাড়ে সাত হাজার টাকা দিয়ে সাহায্য করা।’
কংগ্রেসের তরফে প্রথম থেকেই বলে আসা হচ্ছিল, করোনা মোকাবিলায় লকডাউন কোনও সমাধান নয়। তাতে রোগ থমকে থাকবে। দিন কয়েক আগে রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘লকডাউন হল পজ বোতামের মতো।’ এ দিন একই প্রসঙ্গ তোলেন সোনিয়া। দলের শীর্ষকর্তাদের ভিডিও মিটিংয়ে তিনি বলেন, এখনও করোনা নমুনার পরীক্ষার গতি শ্লথ। করোনা কিটের অপ্রতুলতা, এবং মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সোনিয়ার মতে করোনা মোকাবিলায় সরকারি পদক্ষেরপ হতাশাজনক। তিনি সরকারের সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন এই পরিস্থিতির জন্যে।
কংগ্রেসের কার্যনির্বাহী বৈঠকের পর সনিয়া জানান, ‘দুর্ভাগ্যবশত, তারা কার্পণ্যের সঙ্গে আংশিক পরামর্শ গ্রহণ করেছে। আরও মমত্ববোধ, উদার মানসিকতা এবং তত্পরতা দেখানো উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। তবে তাতে তারা ব্যর্থ হয়েছে।’