দেশজোড়া করোনা মহামারির জেরে বহুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে দেশের বিভিন্ন তীর্থক্ষেত্র। জানা গিয়েছিল, চলতি বছরের অমরনাথ-কেদার যাত্রা পিছিয়ে যেতে পারে এই লকডাউনের জেরে। কিন্তু বিকেলেই পরেই খবর পাওয়া গিয়েছে, এই করোনার আবহে বাতিল হয়ে গেল এ বছরের অমরনাথ যাত্রা। বুধবার শ্রী অমরনাথ মন্দির পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন জম্মুর রাজভবনে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্দির পর্ষদের ৩৮তম বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। গত ফেব্রুয়ারির মাঝামাঝি এ বছরের অমরনাথ যাত্রার দিনক্ষণ ঘোষণা করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। এ বছর আগামী ২৩ জুন অমরনাথ যাত্রার সূচনা হওয়ার কথা ছিল। ৩ আগস্ট যাত্রা শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণের জেরে ভারতে ক্রমে আক্রান্তের ঘটনা বাড়ছে। ব্যতিক্রম নয় জম্মু-কাশ্মীরও। কাশ্মীর উপত্যকায় ৭৭টি রেড জোন চিহ্নিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই দিন বৈঠকে বসেছিল মন্দির পরিচালন কর্তৃপক্ষ। এ বার যাত্রার আয়োজন সম্ভব নয় বলে বৈঠকে মন্তব্য করেন মন্দির পর্ষদের সভাপতি তথা লেফটেন্যান্ট গভর্নর। যে কারণে যাত্রা বাতিলের প্রস্তাব দেন তিনি। তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা। শেষ পর্যন্ত এ বারের যাত্রা বাতিলের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।