গোটা বিশ্বে করোনার ত্রাস। মহামারির প্রকোপ থাবা বসিয়েছে বাংলাদেশেও। এহেন পরিস্থিতির ফায়দা লুঠতে প্রস্তুত দুর্বৃত্তরা। এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে ঢাকা পুলিশের তরফে। নাগরিকদের সচেতন করে জানানো হয়েছে যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা PPE পরা কেউ বাড়িতে হাজির হলে আগে স্থানীয় থানায় খবর দিতে হবে। থানার পরামর্শ ছাড়া বাড়ির দরজা খুললে হতে পারে বিপদ।
পুলিশের তরফে সতর্কতায় বলা হয়েছে, ভুয়ো পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা হতে পারে। করোনা পরিস্থিতিতে দুষ্কৃতীরা নিজেদের স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করতে পারে। কেউ কেউ PPE পরেও আসতে পারে। পাশাপাশি আরও বলা হয়েছে, নিজেকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে কোনও ব্যক্তি তথ্য জানতে চাইলে কখনওই যেন তা না দেওয়া হয়।
বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে কোভিড-১৯ সংক্রমণ। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে শেখ হাসিনা বলেন, ‘স্বাস্থ্যখাতে এরকম একটা ঝড় উঠবে তা কল্পনার অতীত ছিল। আসলে ভাইরাস-সহ সংক্রামক রোগের কোনও পূর্বের অভিজ্ঞতা ছিল না’।
প্রসঙ্গত, রবিবার দুপুর পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয়েছে এক লক্ষ ৬৫ হাজার জনের। আর আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৪ লক্ষ ৬৩ হাজার ৫২। এর মধ্যেই আশার আলো জাগিয়ে ৫ লক্ষ ৮১ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।