করোনা আক্রান্তের সংখ্যায় ইটালিকে আগেই ছাপিয়ে গিয়েছে আমেরিকা। একদিনে মৃত্যুর রেকর্ডও তৈরি হয়ে গিয়েছে আগেই। এমন ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিধ্বস্ত আমেরিকা মরিয়া হয়ে খুঁজে চলেছে একটু আশার আলো। সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে চলা আর মৃত্যুমিছিলের মধ্যেই দেশবাসীকে ইতিবাচক ইঙ্গিতের কথা শোনালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ঘোষণা করেন আমেরিকায় যত মানুষকে কোভিড-১৯ সংক্রমণের পরীক্ষা করা হয়েছে, তাঁদের মিলিত সংখ্যা ১০ টি দেশ এমনকি ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারতের থেকেও বেশি।
করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে যুদ্ধে আমেরিকা ক্রমান্বয়ে অগ্রগতি দেখাচ্ছে বলে মন্তব্য করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা করার দিক থেকে আমেরিকা এক বিশ্ব রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই সে দেশের ৪১ লক্ষ ৮০ হাজার মানুষের কোভিড-১৯ পরীক্ষা করা হয়ে গেছে।’ এরপর ট্রাম্প বলেন, ‘ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ভারত, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, সুইডেন এবং কানাডা সম্মিলিত ভাবে যত জনের সংক্রমণের পরীক্ষা করেছে, আমেরিকায় তাঁর থেকেও বেশি মানুষ পরীক্ষিত হয়েছেন। পৃথিবীর মধ্যে এটি একটি রেকর্ড।’
প্রসঙ্গত, আমেরিকায় এখনও পর্যন্ত সংক্রামিতের সংখ্যা ৭ লক্ষ ৬৪ হাজার। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষের। মারণ কোভিড-১৯ ভাইরাসের এপিসেন্টার নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪২ হাজার মানুষ এবং মৃতের সংখ্যা ১৭ হাজার। আশার কথা নতুন সংক্রামিতের সংখ্যা গত আট দিনে এই শহরে কমে এসেছে প্রায় ৫০ শতাংশ। এই পরিসংখ্যান জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এ এক অসাধারণ উত্তরণ। বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর এই অবস্থাটি অপূর্ব সুন্দর।’