গত ২৪ মার্চ বিকেল থেকেই গোটা দেশে জারি হয়েছে লকডাউন। ১৪ এপ্রিল লকডাউন উঠে যাওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৩ মে করা হয়েছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পর থেকে তৎপরতা কমেনি নর্থ ব্লকের কোভিড-১৯ ওয়ার রুমে। শনিবার সেখানে ফের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে, লকডাউনের মধ্যে ভিন রাজ্যের শ্রমিকদের অবস্থা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগান নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানেই দেশের বিভিন্ন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, অমিত শাহ জানতে চান, এই মুহূর্তে বিভিন্ন রাজ্য যেসব শ্রমিকরা আটকে রয়েছেন, তাঁদের কী পরিস্থিতি। সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগান ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারেও খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে আধিকারিকরা জানিয়েছেন, ভিন রাজ্যের শ্রমিকদের দেখভালের বিষয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র। সব রাজ্যে শ্রমিকদের থাকার জন্য শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের তরফে এই শেল্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে কোভিড ১৯ ওয়ার রুমে ৩৬টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তার মাধ্যমে গোটা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। কারও কিছু বলার থাকলে তাও কেন্দ্রকে সরাসরি জানানো যাচ্ছে বলেই জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘দেশে কাজ করা বিভিন্ন এনজিও-গুলি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে পারছে। এই মুহূর্তে সবথেকে বেশি অভিযোগ আসছে খাবার নিয়ে। অনেক জায়গায় পর্যাপ্ত খাবার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। অনেক জায়গায় আবার ওষুধের সমস্যা রয়েছে। সেগুলিও মেটানোর পরিকল্পনা করা হচ্ছে।’