আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানিয়েছে আজ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সকালে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি বেশি ছিল। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্প ৫৩ থেকে ৮২ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য।
উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দুএক জায়গায় কালবৈশাখী হতে পারে আগামী ২৪ ঘণ্টায় ।ভারী বৃষ্টির সম্ভাবনা সংলগ্ন উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখী হতে পারে।
আগামী সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। শনি রবি ঝড়-বৃষ্টি দু-এক জায়গায় ভারী বৃষ্টি এমনকি কালবৈশাখীর সম্ভাবনা। যদিও কলকাতায় সম্ভাবনা কম। রবিবারের ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টি রাজ্যজুড়ে।
মঙ্গলবারে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা । দু’এক জায়গায় কালবৈশাখী সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সিকিম অসংলগ্ন এলাকায় এবং দক্ষিণবঙ্গের দুই এক জেলায়।