মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ২৪ ঘণ্টাও হয়নি। পুলিশকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশও দিয়েছেন তিনি। সেই পুলিশের শরীরেই এবার করোনা! হ্যাঁ, সূত্রের খবর গার্ডেনরিচ থানার ওসি করোনা আক্রান্ত। শুক্রবার তাঁর দ্বিতীয় দফার করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।
সূত্রের খবর, করোনায় আক্রান্ত এক হেভিওয়েট সরকারি কর্মীও। তিনি স্বাস্থ্য দফতরের অতিরিক্তি অধিকর্তা। বেহালার বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শুক্রবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সরকারি হিসেবে এই মুহূর্তে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫৫। মুখ্যমন্ত্রী নিজেও চিন্তিত সংক্রমণের গতি নিয়ে। গত চব্বিশ ঘণ্টায় নতুন সংক্রমণের ৯০ শতাংশই এসেছে কলকাতা ও হাওড়া থেকে। যা দেখে মুখ্যমন্ত্রী গতকাল নিজে বলেন, যে সব এলাকায় ১৫ দিন আগেও একটা দু’টো করে কেস আসছিল সেখা থেকে হুড়হুড় করে কেস বেরোতে শুরু করেছে। এসব চেপে রাখবেন না। উপসর্গ দেখা দিলে হাসপাতালে আসতে হবে। পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী লকডাউন আরও কঠোর করার নিদানও দেন। তিনি বলেন, ‘টোটাল লকডাউন হবে। প্রয়োজনে হাওড়ায় সশস্ত্র পুলিশ নামবে।’