সকাল হতেই প্রবলভাবে অনুভূত হচ্ছে গরমের দাবদাহ। অস্বস্তির হাত থেকে মুক্তি দিতে সুখবর দিল হাওয়া অফিস। আগামী কয়েক দিন ঝড় বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জের। শনি রবিবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় সিকিম ও উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ৫৫ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ হতে পারে শিলাবৃষ্টি। ৭0 থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দমকা হাওয়া বইতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া সিস্টেমের প্রভাবেই আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি হতে পারে।