দেশজোড়া লকডাউনের মধ্যেই ফের শোকের ছায়া বলিউডে। এদিন প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা রনজিৎ চৌধুরী। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘খুবসুরত’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই ছবির জন্যই সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন অভিনেতা রনজিৎ। বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই শোক জ্ঞাপন করেছেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। শুধুমাত্র ‘খুবসুরত’ নয়, বাসু চট্টোপাধ্যায়ের ‘বাতো বাতো মে,’ ‘খাট্টা মিঠা’–র মত ছবিতেও অভিনয় করেছিলেন রনজিৎ। বাসু চট্টোপাধ্যায়ের ‘খাট্টা মিঠা’ ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন এই অভিনেতা।
যদিও নিজের সিনেমা কেরিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই বিদেশে চলে যান। তারপর ফিরে এসে বেশ কিছু ছবিতে কাজ করেন তিনি যেমন, ‘লোনলি ইন লন্ডন’। এছাড়াও নিজের কেরিয়ারে দীপা মেহতার হাত ধরে একটি ছবির পরিচালনাও করেন রনজিৎ চৌধুরী। ছবির নাম ‘শ্যাম অ্যান্ড মি’। মূলত বার্ধক্য জনিত রোগেই ভুগছিলেন অভিনেতা। মৃত্যুকালে ৬৫ বছর বয়স হয়েছিল এই অভিনেতার।