এই দুঃসময়ে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। যে যেভাবে পারছেন। কেউ হাতে তুলে দিচ্ছেন খাদ্যসামগ্রী। কেউ আবার দিচ্ছেন রান্না করা খাবার। তবে এই পরিস্থিতিতে মানুষের স্বার্থে অভিনব উদ্যোগ নিয়েছে বনগাঁর একটি ক্লাব। ক্লাবের উদ্যোগে এক টাকায় ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরছেন বহু মানুষ।
করোনা পরিস্থিতি মোকাবিলায় কোমড় বেঁধে নেমেছে রাজ্য। সাধারণ মানুষদের নিরাপত্তার খাতিরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই অভাবী মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দরিদ্রদের জন্য কিছু করার কথা ভেবে ছিল বনগাঁর ঢাকা পাড়া এলাকার একটি ক্লাবের সদস্যরা। এরপরই এলাকার মাঠে একটি হাটের আয়োজন করেন তাঁরা। কিন্তু হ্যাঁ, আর পাঁচটা হাটের থেকে এটি সম্পূর্ণ আলাদা।
ক্লাবের তরফে জানানো হয়েছে, হাটে রাখা আলু, পিঁয়াজ, অন্যান্য সবজি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিনিময়ে ক্রেতাদের দিতে হবে মাত্র এক টাকা। এতে এই সঙ্কটকালে অভাবী মানুষদের অনেকটা সুরাহা মিলবে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরই সরকারি অনুদানের টাকায় তাঁরা বিভিন্ন কাজ করে থাকেন। সেই টাকাতেই এই উদ্যোগ।