করোনা মোকাবিলায় শহরে এই প্রথম তৈরি হল স্যানিটাইজার টানেল। পুরসভার অধীনস্থ রামগড় এলাকার পুর বাজারের সামনে তৈরি করা হয়েছে এই টানেল। বুধবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই টানেলের উদ্বোধন করেন।
করোনার ভয়াবহতার ক্ষেত্রে সচেতনতার অভাবে মানুষ বিধিনিষেধ মানছেন না। এর ফলে সংক্রমণ প্রতিরোধের পরিসর বিঘ্নিত হচ্ছে। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার বাজারে ঢোকার মুখেই স্যানিটাইজার টানেল বসানো হলো রামগড় পুর বাজারের সামনে। এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্প শরীরকে জীবাণুমুক্ত করে দেবে।
এর আগে তামিলনাড়ু, কেরালা, চণ্ডীগড় হরিয়ানা, নয়ডাতে এই ধরনের স্যানিটাইজার টানেল তৈরি হলেও পশ্চিমবঙ্গে এই প্রথম। কিছুদিন আগে ধর্মতলা নিউ মার্কেটের সামনে এই টানেল বসানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। স্বাভাবিকভাবেই টানেল বসানোয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।
শহরের বিভিন্ন রাস্তা থেকে শুরু করে নবান্ন ও বিভিন্ন হাসপাতাল যে রাসায়নিক যৌগ দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। এবার টানেল তৈরি করা হল। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে কলকাতা পুরসভার এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।