লকডাউন উঠলেই মহাআনন্দে সুরা পান করবেন এই আশাতেই যাদের দিন কাটছে তাদের জন্য দঃসংবাদ। কারণ লকডাউন উঠলেও রাজ্যে মদের দাম কমার কোনও সম্ভাবনা নেই বলেই সরকারি সূত্রে জানা যাচ্ছে। বরং রাজ্যে আগামী দিনে মদের দাম বেড়ে যেতে পারে। এখনও সরকারি ভাবে সিদ্ধান্ত না ঘোষণা হলেও রাজ্য আফগারি দফতর সূত্রের খবর, শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গত তিন সপ্তাহ ধরে রাজ্যে মদের দোকান সম্পূর্ণ বন্ধ। তার জেরে আবগারী রাজস্ব আদায় বিপুল ক্ষতির সম্মুখীন। সেই ক্ষতি পূরণ করা কার্যত অসম্ভব। পাশাপাশি করোনা মোকাবিলায় পরিকাঠামো তৈরি ও ত্রাণের ব্যবস্থা করতেও ব্যপক চাপ পড়েছে রাজ্যের কোষাগারে। সেই কারণেই মদের দাম বাড়িয়ে যতটা সম্ভব ক্ষতি পূরণের চেষ্টা চালানোর এই পরিকল্পনা। নবান্ন সূত্রে খবর, শীঘ্রই এই নিয়ে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।
দেশি ও বিলেতি সবরকম মদের দামই প্রায় ১৫-৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এখন দেশি মদের যে বোতলের দাম ৮০-৮৫ টাকার মধ্যে। সেই দাম বেড়ে ১১০ টাকার আশেপাশে হতে পারে। তাছাড়াও যে কোনওরকম হুইস্কি, রাম কিংবা ভদকার ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ২০-৩০ শতাংশ বাড়তে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ হাজার টাকার মদের বোতলের দাম বাড়ছে কমপক্ষে ২০০ টাকা। তার বেশি দামের মদের দাম বাড়ছে আরও বেশি।